মুজিববর্ষ উপলক্ষে ‘প্রত্যেকে অন্ততঃ তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই’ এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সার্বিক তত্বাবধায়নে সারা দেশে ৩ মাস ব্যাপি ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলার বিভিন্ন স্থানে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ এর নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন শান্ত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলিফ মাহমুদ শান্ত, প্রচার সম্পাদক লিটন আলীসহ প্রমুখ।