মুজিব বর্ষের অঙ্গীকার-নিরাপদ সড়ক বাস্তবায়ন আমাদের অধিকার
এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রোভার স্কাউটদের সমন্বয়ে শহরের মাদ্রাসা মোড় থেকে নিরাপদ সড়ক জেলা শাখার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব ঘুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বিআরটিএ’র অতিরিক্ত পরিচালক সাইদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।