ডেস্ক নিউজ
আগামী ১৬ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও ১১.৭৩ কিলোমিটার অংশে চলাচল শুরু হবে মেট্রো রেলের। এরই মধ্যে মেট্রো রেলের ভাড়া চূড়ান্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাতে মেট্রো রেল লাইন-৬-এর ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা, উত্তরা সাউথের ভাড়া ২০ টাকা, পল্লবীর ৩০ টাকা, মিরপুর-১১ পর্যন্ত ৩০ টাকা, মিরপুর-১০ পর্যন্ত ৪০ টাকা, কাজীপাড়া ৪০ টাকা, শেওড়াপাড়া ৫০ টাকা, আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা, বিজয় সরণি ৬০, ফার্মগেট ৭০ টাকা, কারওয়ান বাজার ৮০ টাকা, শাহবাগ ৮০ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ টাকা, সচিবালয় ৯০ টাকা, মতিঝিল ১০০ টাকা এবং কমলাপুর পর্যন্ত ১০০ টাকা ভাড়া দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেট্রো রেলের প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা। তবে সর্বনিম্ন ভাড়া হবে যাত্রীপ্রতি ২০ টাকা। যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা উত্তরা নর্থ স্টেশন হতে কমলাপুর স্টেশন পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের জন্য। মেট্রো রেলের ভাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীগণ পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের বিনা ভাড়ায় মেট্রো রেলে যাতায়াতের বিষয়ে ডিএমটিসিএল ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের প্রতিটি ট্রিপের জন্য বিশেষ ছাড় রাখা হবে।