ডেস্ক নিউজ
ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। ভারতের রাষ্ট্রপতি সেই সফর ঘিরেই দেশটির পররাষ্ট্র সচিব ঝটিকা সফরে ঢাকায় আসছেন।