ডেস্ক নিউজ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি করা ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিনের আটটি দেশে এসে পৌঁছেছে।
প্রথম চালানের এসব ইঞ্জিন শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে খালাসের কাজ শুরু করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন মোট পাঁচ ধাপে দেশে আসবে। এর মধ্যে প্রথম ধাপে আটটি এলো।