নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে নাটোরেও। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার নাটোরের তেবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদে জুমা’র নামাজ শেষে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। মসজিদে উপস্থিত মুসুল্লিরা এই গায়েবানা জানাযায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আফতাব হোসেন আফতাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নেতা-কর্মীরা।