ডেস্ক নিউজ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভাজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। ৬ ফেব্রম্নয়ারি এ সংক্রান্ত আলোচনায় বসা হবে। বর্তমানে যে দাম তা কতটুকু বাস্তবসম্মত তা খতিয়ে দেখা হবে। ব্যবসায়ীরা যেন লোকসানে না পড়ে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম থাকে সেদিকটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রোববার সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার পরির্দশনে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দ্বিগুণ বিক্রি করা হবে। বাজারে মনিটরিং বাড়ানো হবে যাতে রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে নিত্যপণ্যের দাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোজী রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।