রাজধানীর কল্যাণপুর এলাকার নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজনও কাজ করছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আছে কি না তা জানা যায়নি।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।