ডেস্ক নিউজ
রাজশাহীর বাঘায় অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেনের হাজারো যাত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনে ঈশ্বরর্দীগামী সিক্স ডাউন মেইল ও খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ আন্তনগর যাত্রীবাহি ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর আড়ানী রেল স্টেশনে দাড়িয়ে থাকা ঈশ্বরর্দীগামী ট্রেনটি থেকে মাত্র ১৫ গজ দুরে এসে দাঁড়াতে সক্ষম হয় কপোতাক্ষ।
ঘটনার প্রত্যাক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরর্দীগামী সিক্স ডাউন মেইল ট্রেন আড়ানী রেল স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী কপোতাক্ষ আন্তনগর ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে আসছিল। কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি পাছ করার জন্য ২ নম্বর লাইন ক্লিয়ার করার কথা থাকলেও, তা না করে ১ নম্বর লাইন ক্লিয়ার ছিল। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় আন্তনগর ট্রেনটি। কিন্তু কপোতাক্ষ ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ১৫ গজ দুরেই থামিয়ে দেন। এতে উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছুটাছুটি ও চরম আতংক দেখা দেয়। খবর পেয়ে দ্রুত বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন পেছন দিকে ব্যাক করে রাজশাহীর উদ্দ্যেশে রওনা হয়।
এবিষয়ে আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার একরামুল হক বলেন, পয়েন্টম্যানের ভুলের কারনে এই ঘটনাটি ঘটেছে। তবে ৩৩ মিনিট পর ট্রেনটি আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।
আড়ানী স্টেশনের পয়েন্টম্যান রওশন আলীর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে তাঁর স্ট্রোক হয়েছে। এতে কিছুটা মানসিক সমস্যায় পড়েছেন। দূত চলাচল করতেও তাঁর সমস্যা হয়। পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন আড়ানী স্টেশনে ঢুকে পড়ে। তবে চালকের বুদ্ধিমত্তা দিয়ে মুখোমুখি হওয়ার আগে ট্রেন থামিয়ে দেন তিনি।
কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ জানান, আড়ানী স্টেশনে কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের স্টপেজ নাই। নিয়ম অনুযায়ী ট্রেন চলছিল। আড়ানী রেল স্টেশনের পূর্ব দিকের পয়েন্ট পাস হওয়ার পর দেখা যায় যে লাইন দিয়ে ট্রেন যাচ্ছে সেই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। কৌশলে ট্রেনটির মুখোমুখি হওয়ার আগে থামিয়ে দেন তিনি।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর তাৎক্ষনিক স্টেশনে গিয়ে যাত্রীদের মধ্যে আতংক ও উত্তপ্ত বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়। পরে ট্রেন দুটি স্টেশন ত্যাগ করে।