নিউজ ডেস্ক :
রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা ও মহানগর জামায়াতের সাবেক নেতা আব্দুল হান্নান বাদশাকে অবশেষে নাটোরের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলী জানান, বুধবার মধ্যে রাতে বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজার এলাকা থেকে আব্দুল হান্নান বাদশাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে পুরাতন একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
তবে বাদশার স্ত্রী খাদিজাতুল কোবরার দাবী, ছুটিতে বাড়ী আসার পর হাসপাতাল কর্মকর্তা আব্দুল হান্নান বাদশাকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই এলাকার নিজ বাড়ি থেকে বুধবার মধ্যে রাতে অস্ত্রের মুখে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় কয়েকজন অস্ত্রধারী। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় বুধবার দুপুরে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাদশাকে গ্রেফতার দেখিয়ে আদালতের প্রেরণ করেছে।
উল্লেখ্য, বুধবার মধ্যে রাতে দুইটি মোটর সাইকেলে ৫/৬ জন অস্ত্রধারী বাড়ীর পিছন দিক দিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই বাদশার মাথায় পিস্তল ঠেকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে বাদশার সন্ধান দাবীতে বুধবার দুপুরে বড়াই্রাম থানায় সাদারণ ডায়েরি করে বাদশার স্ত্রী।