রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা যোদ্ধাদের N95 বা সমমানের Face Mask এর Fit test করা হয়। আজ সোমবার এই কার্যক্রম পরিচালনা করা হয়।
মেডিকেল Software প্রতিষ্ঠান BDEMR সহায়তা করেছে। প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, এটা বাংলাদেশের কোন সরকারি হাসপাতালের করোনা যোদ্ধাদের জন্য প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ নওশাদ অালী,Principal, RMC এবং বিশেষ অতিথি ব্রি,জে, ডাঃ জামিলুর রহমান, Director, RMCH. এবং BDEMR এর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডাইরেক্টর এসবি মুন উপস্থিত ছিলেন।
৩৫ জন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সহ অায়া,ক্লিনাররাও এই টেস্টে অংশ নেন, এবং দেশে প্রথম এই Fit Test এর সার্বিক নিরদেশনা /ব্যবস্থাপনার কাজটা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাস্পাতালের প্রগতিশীল ডাক্তার মোস্তাফা কামাল নুপুর। ডাক্তার নুপুর এর এই কাজে টেকনিক্যাল সাপোর্ট দেন BDEMR ব্রান্ডের টেকনিক্যাল টিমের ছয়জন সদস্য।