নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দুই বছর করোনার কারনে এবং তার পর পরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে,আরো এক দুই বছর সময়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য সকলকে সাশ্রয়ী এবং সহনশীল আচরণ করার আহবান জানান। তিনি । জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন নেতা নেই যিনি এই পরিস্থিতির মোকাবেলা করতে বা সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তাই তিনি শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন যিনি বাংলাদেশকে বৈষম্যমুক্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী শুক্রবার সিংড়া গোডাউন পাড়ায় উপজেলার ১১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানী লিমিটেডের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ নেতৃবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রীর তিন ছেলে উপস্থিত থেকে কম্বল বিতরণে অংশ নেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল সিআরজি, এবি ব্যাংক ও জামিলা ফয়েজ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত কম্বল এই অনুষ্ঠানে বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারনে ৫৭ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অভুতপূর্ব উন্নয়ন, প্রায় চারশ’ কোটি টাকা ব্যয়ে চলনবিল ডিজিটাল সিটি সেন্টার নির্মাণ কাজের বিবরণ দিয়ে পলক আরো বলেন, এসব সেবা প্রজন্ম থেকে প্রজন্মে চলমান থাকবে। তিনি আমৃত্যু চলনবিলের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। সিংড়াবাসীর স্নেহভালবাসার কারণে তাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দান অনুদানে সিংড়ার উন্নয়ন করেছেন। যাতে করে আবারও প্রধানমন্ত্রীর কাছ থেকে দান অনুদান আনা যায় সেকারণে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।