নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকাল ৯টা থেকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে নাটোরের সকল পৌরসভায় একযোগে কর্ম বিরতি শুরু করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছে সারাদেশের ৩২৮ পৌরসভার ৩২ হাজার ৫শ কর্মকর্তা-কর্মচারী। সারাদেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিন থেকে ৬০ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া রয়েছে। সরকার বারবার আশ্বাস দিলেও তাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন, “২০১৯-২০ অর্থবছরের বাজেটেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এজন্য আজ ১ জুলাই পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করছে তারা।” এছাড়া আগামিকাল ২ জুলাই পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এদিকে আগামী ১৪ জুলাই সকল পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।