রাজবাড়ীতে ১৪ জন হতদরিদ্রদের মধ্যে ১০টি রিকশা বিতরণ করা হয়েছে। মুজিববর্ষে রিকশা পেয়ে খুশি এ সব হতদরিদ্র ব্যক্তি। অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গতকাল রিকশা বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সদর উপজেলার বানিবহ ইউনিয়নের একটি সমবায় সমিতির ৫ সদস্যকে তিনটি, বসন্তপুর ইউনিয়নে ৫ সদস্যের সমবায় সমিতির মধ্যে তিনটি এবং পাংশা ও রাজবাড়ী সদর উপজেলার চার হতদরিদ্রের মধ্যে চারটি রিকশা বিতরণ করা হয়। হতদরিদ্র আ. ছালাম বলেন, মুজিববর্ষে রিকশা পেয়ে সত্যি ভালো লাগছে। আমি চিন্তা করি নাই টাকা ছাড়া রিকশা পাব। প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি। বানিবহ ইউনিয়নের ইদ্রিস খান বলেন, আমাদের পাঁচজনের একটি সমিতি আছে। এদের তিনটি রিকশা দিয়েছে। সেখান থেকে যে আয় হবে ৫ জনে ভাগ করে নেব। রিকশা বিতরণকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন একটি তহবিল থাকে। মুজিববর্ষে বিজয় দিবসের মধ্যে কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকে মাথায় আসে হতদরিদ্রদের কথা। গণশুনানির সময় অনেক কথা শুনি। কিছু সমস্যা হতদরিদ্রদের পাশে দাঁড়ালেই সমাধান করা সম্ভব। সেই দিক বিবেচনা করে রিকশা বিতরণ করা হয়েছে। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।