নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে হাত-পা ও মাথা বিহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদীতে হাত-পা ও মাথা বিহীন একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি দীর্ঘদিন পূর্বের হওয়ায় এবং শারীরিক গঠনাকৃতি দেখে পুরুষ মনে হচ্ছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের এস আই সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন পূর্বের মরদেহ, সেই সাথে হাত-পা ও মাথা বিহীন হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।