নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় সারাদেশের ন্যায় ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার , গোপালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম প্রমুখ।