নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পিকআপের চালক নিলু (৩২) র মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে চালকের সহকারী শাহিন আলম। আজ শুক্রবার দুপুরে উপজেলার রহিমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার লালপুর – বাঘা মহাসড়কের লালপুরের রহিমপুর এলাকায় ডিম ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে চালক নিলু ও চালকের সহকারী শাহিন আলম। পরে স্থানীয়রা গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলুকে মৃত ঘোষনা করেন। আহত শাহিন আলমকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা দুর্ঘটনান সত্যতা নিশ্চত করে বলেন, পিকআপ মালিককে সংবাদ দেওয়া হয়েছে। তবে নিহত নিলুর বাড়ী কোথায় বা তার পরিচয় এখনো জানা যায়নি। আহত শাহিন আলমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।