নাটোরের লালপুরে তিন শিশুকে যৌন হয়রানীর অভিযোগে জামাত আলী নামে এক বৃদ্ধ চা দোকানীকে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাফানিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। জামাত আলী একই এলাকার মৃত ইয়াত আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চা-স্টলের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলো ওই এলাকার তিনটি মেয়ে শিশু। এ সময় জামাত আলী চকলেট খাওয়ানোর কথা বলে তাদেরকে তার চায়ের স্টলের পাশের একটি ঘরে ডেকে নিয়ে যায়। পরে সেখানে ওই শিশুদের যৌন নির্যাতন শুরু করে। এ সময় ওই শিশুদের কান্নায় আশপাশের লোকজন ছুটে এসে জামাত আলীকে ধরে গণধোলাই দেয় এবং গাছের সাথে বেঁধে রাখে। পরে শিশুদের উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জামাত আলীকে আটক করে থানায় নিয়ে যায় । ওসি তদন্ত আরো বলেন শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে সঠিক ঘটনা জানার পর আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।