নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পদ্মার চরের চরলালপুর ও চরজাজিরা মৌজায় অবৈধ এবং বেআইনী ভাবে ফসলী জমিতে বালু ও ভরাট মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার লালপুর ও চরজাজিরা মৌজার সকল জমির মালিক ও গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের শত শত নারী ,পুরুষ উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিক নায়েব উদ্দিন, মাসুম আলী, রফিকুল ইসলাম, রিমন হোসেন সহ অন্যান্যরা ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রতিবছরই এলাকার কিছু অসাধু ব্যাবসায়ীরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও ভরাট মাটি কেটে বিক্রি করে। এই বালু ও মাটি কাটা নিয়ে প্রতিবছরই সংঘর্ষ হয় তাদের মধ্যে। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেয়না। এভাবে বালু ও ভরাটমাটি কাটার ফলে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। তারা তাদের জমিতে আবাদ করে খেতে চায়। ফসলি জমিতে কোন বালু ও ভরাট মাটি কাটা হবে না। ভরাট মাটি কাটা বন্ধ করে আগের মতো জমিতে ফসল ফলাতে চায় এলাকার কৃষকরা।