নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দের প্রতিবন্ধীদের শিক্ষা উপ বৃত্তির চেক প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া জয়নুল বেনু, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ্্্এ শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়।