নাটোরে লালপুরে ফুটবল খেলতে গিয়ে মনা দাস নামে এক যুবকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। ফুটবলার মনা দাস লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের কার্তিক চন্দ্র দাস ওরফে হিরুয়ার ছেলে। হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার বিকালে লালপুর মহাবিদ্যালয় কলেজ মাঠে ফুটবল খেলতে যায় মনা। খেলতে খেলতে সন্ধ্যা ছয়টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় মাঠের অন্য খেলোয়ার সহ স্থানীয়রা তাকে অসুস্থ্য অবস্থায় দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। পরে রোগীর স্বজনরা মনার দেহ নিয়ে বাসায় চলে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর মনা নড়ে চড়ে উঠে এবং নিঃশ্বাস নিতে থাকে। পরে তাকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে সাতটার দিকে তাকে পূনরায় মৃত ঘোষণা করেন।