নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলা শ্রমিক ইমারত ইউনিয়ন আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আযম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি খন্দকার মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।