সোমবার রাতে প্রচার হয় লবনের বাজার বেড়ে যাচ্ছে। এতে লালপুরে বিভিন্ন মুদি দোকানে লবনের ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেলে বেশি দামে বিক্রির অভিযোগে লালপুর বাজারে ১জন আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
লালপুর মুদি ব্যবসায়ী আনন্দ সাহা বলেন সোমবার রাতে এক ক্রেতা তার দোকান থেকে তার থেকে হঠাৎ ৬০ কেজির ১৩ বস্তা লবণ নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে উপজেলার বিলমাড়িয়াসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি খোলা লবন প্রতি ১৫ হতে ৩০ এবং প্যাকেট ৩০ হতে ৬০ টাকায় বিক্রির খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাজার ঘুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান একটি চক্র বিভিন্ন বাজারে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর চেষ্টা করে। তবে বর্তমানে বাজারে লবনের দাম স্থিতিশীল রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান খবর পেয়ে আমরা বিভিন্ন বাজারে অভিযান চালায় এবং ব্যবসায়ীসহ মানুষজনকে সচেতন হতে অনুরোধ জানিয়েছি। বাজার পরিস্থিতি এখন স্বাভাবিক।