নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় মোমবাতি শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্টরিয়া পাবলিক লাইব্রেরীর হল রুমে একটি আলোচনা সভা করা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করে একটি শোভাযাত্রা বের করে সংগঠনের সদস্যরা।শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানসহ লাইব্রেরী পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা কর্মিদের নিয়ে মোমবাতি প্রজ্বলন করে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মোমবাতি প্রজ্বলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।