শামীম ওসমান বলেন, ‘আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। তিনি রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সেফা দান করেন’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিসহ তার পুত্রবধূ ও শিশু নাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শামীম ওসমান নিজে এই তথ্য নিশ্চিত করে স্ত্রী ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেন, “পরিবারের সবার করোনা পরীক্ষার পর আমার স্ত্রী লিপি ওসমান, পুত্র অয়ন ওসমানের স্ত্রী এবং নাতির কোভিড-১৯ ধরা পড়েছে। পরিবারের বাকি সদস্যদের অবশ্য করোনাভাইরাস নেগেটিভ এসেছে।”
শামীম ওসমান বলেন, “আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। তিনি রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সেফা দান করেন। আক্রান্ত সবাই আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছে।”
তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জবাসীসহ সারাদেশের মানুষের কাছে আমার পরিবারের সুস্থতায় দোয়া ভিক্ষা চাইছি। কারও না কারও দোয়া আল্লাহ রাব্বুল আল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ।”