ডেস্ক নিউজ
বাংলাদেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৩৫ লাখ ডোজ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির ঢাকা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এ নিয়ে দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশকে দিতে যাচ্ছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, ফাইজারের টিকা ১২ ও তদূর্ধ্ব বয়সী বাংলাদেশিদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশকে সক্ষম করে তুলবে।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্র সরকারের করোনাভাইরাস সহায়তা ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫২ কোটি টাকা ছাড়িয়েছে।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেকের টিকার অনুমোদন করে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। এ ছাড়াও আমরা বাংলাদেশি শত শত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা ফাইজারের এ টিকাগুলো ১২ ও তদূর্ধ্ব বয়সী শিশুদের নিরাপদে দিতে পারে।
‘আমরা আশা করি এ টিকা কম বয়সী বাংলাদেশিদের, বিশেষ করে শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা পরিপূর্ণভাবে তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।’