ডেস্ক নিউজ
নাটোরের বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেনের বড় ভায়রাভাই বিশিষ্ট সমাজসেবক কুয়েত এয়ারফোর্সের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নওগাঁ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।