নিজস্ব প্রতিবেদক:
‘সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে’- নিজের ফেসবুক পেজে এমন পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে নাটোরের গুরুদাসপুরের রঞ্জু আহমেদ নামে এক শিক্ষার্থী। নিহত
রঞ্জু আহমেদ গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রবিবার রাত ১টার দিকে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করে রঞ্জু। তবে কি কারণে রঞ্জু আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান,রাত ১ টার দিকে ফেসবুকে এসে ওই শিক্ষার্থী যখন আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা অনেকে টের পেয়ে তাকে আত্মহত্যা না করতে অনুরোধ জানিছিল। অনেকে মন্তব্যও লিখেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সে সময় পরিবারের লোকজনও ঘুমিয়ে থাকার কারণে কেউ টের পায়নি। পরে স্বজনরা জানতে পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে রঞ্জুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তাদের কান্না আর ডাকচিৎকারে লোকজন ছুটে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।