সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন জো বাইডেন। এরই মধ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করে তার দল ডেমোক্র্যাটিক পার্টি।
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে দরকার হয় প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন। এতে একটি বিশেষ টিম হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করে থাকে। আর সে প্রক্রিয়ার সবশেষ তথ্য দেয়া হবে এই ওয়েবসাইটে।
এখানে নিজেদের উদ্যোগ-পরিকল্পনাও জানাচ্ছেন বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিস। এরই মধ্যে করোনা মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার অঙ্গীকার করেছেন তারা।