“দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা”এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গুরুদাসপুর উপজেলা সংবাদকর্মীরা। আজ শনিবার উপজেলার শাপলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো.আক্কাছ আলী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক মাজেম আলী, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আতাহার আলী, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি প্রভাষক সাজেদুর রহমান সহ অন্যান্যেরা।
এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা”এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।