সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের শাস্তির দাবীতে সারাদেশের মত নাটোরেও আন্দোলন অব্যাহত রেখেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরে কর্মরত সকল গণমাধ্যম কর্মী ও সুশিল সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক্স মিডিয়ার সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধিরাসহ এলাকার সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক রনেন রায়, সদস্য ও দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, ইঙ্গিত সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুখময় রায় বিপ্লু , নাটোর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, ডিবিসি নিউজ চ্যানেল ও সংবাদের জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাছুমসহ সাংবাদিক সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, হামলা ও মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবেনা। গণমাধ্যমকে গলা টিপে হত্যা করা যাবেনা। সাংবাদিক তাদের লিখনীর মাধমে সমাজের সকল দূর্ণীতি তুলে ধরবেই। বাধা দিলেও তারা কোন ভাবেই তারা পিছু হটবেনা। বরং তাদের গতি আরো বেড়ে যাবে। দ্রুত সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের শাস্তির দাবী জানান বক্তারা। রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তি না দিলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাবে সাংবাদিকরা বলেও হুশিয়ারী উচ্চারণ করা হয়। একই দাবীতে নাটোরের বিভিন্ন উপজেলাতেও সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন ও সমাবেশ করেছে।