সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে হুমকি দেয়া সিলেটের মহসিন তালুকদারের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।
রোববার রাতে ফেসবুকে নিজের একাউন্ট থেকে লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। সম্প্রতি সাকিবের কলকাতা যাওয়ার বিষয়ে বিক্ষুদ্ধ হয়ে অশালীন বাক্য ব্যবহার করেন তিনি।
যদিও পরদিন ভোরেই আবার দু:খপ্রকাশ করেন। তবে সাকিবকে ক্ষমা চাওয়ার শর্তও দেন। এমন ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাকিবভক্ত অনেকেই মহসিনকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে সোমবার দুপুর থেকে মহসিন তালুকদারের ফেসবুক আইডিটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। তবে ওই লাইভ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে আপত্তিকর সহিংস ভাষা ব্যবহার করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।
এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায়, সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।