নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা শহরের মুনজিতপুরের আওয়ামী লীগ নেতা সৈয়দ হায়দার আলী তোতার বাড়িতে অভিযান চালিয়ে ৪৯ হাজার টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিকদের হুমকি-ধামকি, অশালীন বক্তব্য ও পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবিসহ অযৌক্তিক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় সাতক্ষীরার সাংবাদিকরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা মনে করে, এটা স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। এরূপ আচরণ ও বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জিএম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।