সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার না হওয়ায় বারবার এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এ সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।
সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এসে আশঙ্কাজনকহারে সংখ্যালঘু জনসংখ্যা কমছে বলে দাবি করে সংখ্যালঘুদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান।