ডেস্ক নিউজ
ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকের সুবিধা বিবেচনা করে সারা দেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করবে সরকার। প্রতিটির ধারণক্ষমতা পাঁচ হাজার টন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০টি পেডি সাইলোর অনুমোদন দিয়েছেন।
নওগাঁর রানীনগর উপজেলা পরিষদ হলরুমে সোমবার বেলা ৩টার দিকে চার হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে পর্যায়ক্রমে ২০০টি পেডি সাইলো নির্মাণ হবে। পেডি সাইলো নির্মাণ হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ হবে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজা ধানের অভিযোগে কোনো কৃষকের আর ধান নিয়ে ফেরত যেতে হবে না।’
তিনি বলেন, ‘খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে। প্রতিটি পারিবারিক সাইলো টেকসই ও খাদ্য সংরক্ষণে নিরাপদ। এটি টানা দুই বছর ধান বা চালসহ যেকোনো খাবারকে শুষ্ক ও সতেজ রাখতে সহায়ক। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জন্য এই সাইলো বিশেষ আশীর্বাদস্বরূপ।
‘একটি পরিবার এই হাউসহোল্ড সাইলোয় ৪০ কেজি ধান, ৫৬ কেজি চাল এবং ৭০ লিটার পানি রাখতে পারবে। মাটিতে পুঁতে রেখেও খাদ্য সংরক্ষণ করতে পারবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনার কারণে বিশ্বে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজার অস্থির হয়ে উঠেছে। আমদানিনির্ভর পণ্যকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দেশে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীনগরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
বক্তব্য দেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী ও রানীনগর উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।