ডেস্ক নিউজ
করোনার টিকা কিনতে বিশ্বব্যাংক-আইএমএফের কাছ থেকে বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পে ঋণ দেবে সংস্থা দুটি। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় ঋণ প্রাপ্তির বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। চারটি ঋণ চুক্তির আওতায় প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার ঋণ সহায়তা পাওয়া যাবে। ইতোমধ্যে সংস্থা দুটি থেকে ইতিবাচক আভাস দেয়া হয়েছে। এছাড়া ঢাকাকে নান্দনিক শহর করতে সহায়তা চাওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।