নাটোরের সিংড়ায় হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। গত দু’দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালে প্রায় ৪ টাকা বেড়েছে। এছাড়াও পেঁয়াজ, রসুন, আঁদা ও কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু শনিবার দুপুরে উপজেলার বিলদহর ও হাতিয়ান্দহ বাজার তদারকি করেন। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধ চামারী ইউনিয়ন কমিটির সাথে মতবিনিময় সভা করেন। এসময় সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, চামারী ইউনিয়নে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁদের খোঁজ-খবর নিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও বাজার তদারকি অব্যাহত রয়েছে।