নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান, সহকারি শিক্ষা অফিসার আবুরুশত মতিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার ১২টি ইউনিয়নের কলেজ-স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।