নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাকের চাঁপায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে একজন আহত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার জামতলী-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার পিপুলসর গ্রামের দুদু মিয়ার ছেলে সবুজ হোসেন ও ফরিদপুরের ভাংগার ডাককুড়া গ্রামের সুলতান আলীর ছেলে গিয়াস উদ্দিন। আহত রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক সহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী। সিংড়া থানার উপ-পরিদর্শক কিশোর কুমার পাল ও স্থানীয়রা জানান, দুই বন্ধু রায়হান ও গিয়াস উদ্দিন ফরিদপুর থেকে বেড়াতে আসে সিংড়ার পিপুলসর গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে। এ সময় তারা মোটর চালক সবুজ হোসেনকে ভাড়া করে সিংড়া থেকে বিনগ্রাম যাওয়ার পথে মোটর সাইকেলের সামনে মানুষিক ভারসাম্যহীন এক নারী চলে এলে তাকে বাঁচানোর চেষ্টা করে মোটর সাইকেল চালক। এ সময় তারা মোটর সাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। পরে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহত হয় একজন। স্থানীয়রা আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে যায় এবং চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।