নাটোরের সিংড়ায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ফরমান আলী (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ফরমান আলী উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের মুনসের আলীর ছেলে । আজ বৃহস্পতিবার বিকেলে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, বিকেল ৫ টার দিকে বাড়ির পাশে বৈদ্যুতিক মটর মেরামতের কাজ করছিল। এ সময় অসাবধানতায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।