নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম উত্তোলনের দিন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ নিখোঁজ হয়েছেন। আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। ২৪শে ডিসেম্বর মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে হাসান আহম্মেদ রহস্যজনকভাবে নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার। তিনি পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত নুরশেদ প্রাং এর পুত্র।
হাসান আহম্মেদ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সর্মিলা আক্তার সাথী। তিনি বলেন, হাসান আহম্মেদ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাইনি। বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় জিডি করেন নিখোঁজের স্ত্রী।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।