নাটোরের সিংড়ায় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘোরাফেরা করার অপরাধে জরিমানা করা হয়েছে। মোট ৮ জনকে ৪৬০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার সকালে সিংড়ার মাদ্রাসা মোড়, বাসষ্ট্যান্ড ও বাজার এলাকায় সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক বাস্তবায়নের লক্ষে বিশেষ অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু। জরিমানা করার পর প্রশাসনের পক্ষে তাদেরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ-অালম সিদ্দিকী। অভিযান শেষে ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।