আবু জাফর সিদ্দিকী, সিংড়া:
নাটোরের সিংড়ায় মোবাইলে মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে করে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুব সমাজসহ নানা পেশার মানুষ। কম সময়ে মোবাইলে লুডু জুয়া জনপ্রিয়তা লাভ করেছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে এ জুয়ার ভয়াবহ বিস্তার ঘটেছে। বর্তমানে লকডাউনের সময় স্কুল-কলেজ, দোকানপাট ও কর্মস্থল বন্ধ থাকায় অলস সময় কাটাতে নানা শ্রেণী পেশার মানুষ জুয়ায় মেতে উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সিংড়া বাস ষ্ট্যান্ড, সরকার পাড়া, পেট্রোল বাংলা, চকসিংড়া, শোলাকুড়া, দমদমা, চৌগ্রাম, পাকুরিয়া সহ উপজেলার বিভিন্ন ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা গোপন কোনো ঘরে চলছে এসব লুডু জুয়া। সচেতন নাগরিকরা মনে করছে ছাত্র ও যুব সমাজ নষ্টের পথে যাচ্ছে। এ জুয়াকে এখনই বন্ধ না করলে যুব সমাজ বিপথগামী হবে। সামাজিক সংগঠন চলনবিল ফেসবুক সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবু জাফর সিদ্দিকী বলেন, মোবাইলে জুয়া বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুললে এটা প্রতিহত করা সম্ভব। সিংড়ার সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এমরান আলী রানা যুব সমাজকে বাঁচাতে একটি নির্দিষ্ট বয়সসীমার পরে এ্যান্ড্রুয়েড ফোন ব্যবহারে অনুমতি প্রদানের জন্য রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে সকলকে তা বাস্তবায়নের দাবি জানান।
সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জামিল আকতার জানান, প্রযুক্তির উৎকর্ষতা তরুণ প্রজন্মকে যেমন আর্থসামাজিক এবং মেধা ও বুদ্ধি বৃত্তিক উন্নয়নে প্রাণ সঞ্চার করছে ঠিক তেমনি এর অপব্যবহার তরুণ প্রজন্মকে বিপথগামী করছে এবং মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাই মুখ্য। কোন স্থানে যদি বৃহৎ পরিবেশে এই ধরনের অনলাইন জুয়া সংঘটিত হওয়ার সংবাদ পাই তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এএসপি জামিল আকতার।