নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিট করায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে দেলোয়ার হোসেনের ভাই মজিবর রহমান। আজ মঙ্গলবার নাটোর সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, সিংড়ার উপজেলার হরোবাড়িয়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে নাজমুল হক বাবু ও কৃষ্ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সুমন আহমেদ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গতকাল বিকেলে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে কে বা কাহারা প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরন করে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা দেরোয়ার হোসেনকে শারিরিক নির্যাতন করে সিংড়ার পারশাঐল গ্রামে ফেলে রেখে পালিয়ে যায়। পরে দেলোয়ার হোসেন জরুরী সেবার ৯৯৯ নম্বরে কল করে জানান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দেলোয়ার হোসেনের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরর পর পুলিশ ঘটনার সাথে জড়িতদের মধ্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাঁকীদের গ্রেফতারে অভিযান চলছে।