নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেনকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গত ২৪ শে অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক সাক্ষরিত চিঠিতে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি উক্ত আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।ভিপি শামীম হোসেন বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমাকে সঠিক মূল্যায়ন করা হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো।