সিংড়া সংবাদদাতা:
প্রচলিত আছে বিল দেখলে চলন আর গ্রাম দেখলে কলম। নাটোরের সিংড়া উপজেলার কাসা-পিতলের জন্য বিখ্যাত সেই ৪ নং কলম ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক চুনু’র সভাপতিত্বে ইউপি সচিব মোঃ সিরাজুল ইসলাম ২ কোটি ১ লক্ষ ৮০ হাজার ৫৪৪ টাকার বাজেট ঘোষণা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ইউপি সদস্য মকবুল হোসেন, হাতেম আলী, মহিলা সদস্য শিল্পী বেগম, রাশিদা বেগম, সমাজ সেবক নাজিম উদ্দিন প্রমূখ। বাজেটে যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, বৃক্ষ রোপন, জরুরী ত্রাণ পরিবহন খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে।