নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরর সিংড়ায় আ’লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের। উপজেলা আ’লীগের সভাপতির দাবি প্রতিটি প্রার্থীর সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
এই নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নে আ’লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের মোট ৬৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর উপজেলার কলম ইউনিয়নে আ’লীগের সাদেকুল বাসার, জহুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাতিয়ান্দহে বিএনপির হাবিবুর রহমান, লালোর ইউনিয়নে বিএনপির আব্দুল জব্বার, আ’লীগের মকুট মণি, আবুল কালাম আজাদ, ছাতারদিঘী ইউনিয়নে বিএনপির আব্দুল জলিল, রামানন্দ খাজুরা ইউনিয়নে আ’লীগের মুকুল হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইটালি ইউনিয়নে আরিফুল ইসলাম ও শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল। এছাড়াও ৭জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করেনি। সিংড়ায় স্বতন্ত্রভাবে নির্বাচন করছে বলে জেনেছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান বলেন, আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝানো হয়েছে। তারপরেও তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি আরও বলেন, আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।