নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য আফতাব আলী ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের মধ্যে সংঘর্ষে সাবেক সদস্য আফতাব আলীর মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষ্যেও আরো অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আফতাব আলী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সাথে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে প্রথমে আফতাব গ্রুপের সমর্থকরা বামিহাল গ্রামের ফরিদুল সমর্থক কুদ্দুসের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় কুদ্দুস গ্রুপের তিনজন আহত হয়। পরে কুদ্দুসের নেতৃত্বে ফরিদুল গ্রুপের সমর্থকরা আফতাবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আফতাব আলী সহ তিনজন আহ হয়। স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষনা করেন এবং কালাম সহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে ইউপি সদস্য ফরিদুল সহ তার সমর্থকরা পলাতক রয়েছে।