নাটোরের সিংড়া উপজেলার শ্রীরামপুর থেকে ৭৪ পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম (৩৮) ও বাহাদুর (৩০) নামের দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম। আটককৃত রেজাউল উপজেলার শ্রীরামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে এবং বাহাদুর একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্ৰামের মাসুদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৪ পিস ইয়াবাসহ তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।