আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্বপন মোল্লা। দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টায় ইউনিয়ন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ নিয়ে উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর নিকট মনোনয়ন ফরম জমা দেন স্বপন মোল্লা।
মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগকে চামারী ইউনিয়নে সুসংগঠিত করতে স্বপন মোল্লার পরিবারের ভূমিকা অপরিসীম। তার দাদা মরহুম শুকুর মোল্লার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর থেকে সংগঠিত হতে থাকে চামারী ইউনিয়ন আওয়ামী লীগ। পরবর্তীতে তার চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান মোল্লার হাত ধরে চামারী ইউনিয়ন আওয়ামী লীগ সংগঠিত হয়। বর্তমান সময়ে আওয়ামী লীগের উন্নয়নকে অব্যাহত রাখতে চেয়ারম্যান হিসেবে স্বপন মোল্লার বিকল্প নেই বলে মনে করেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন,
আমি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে চামারী ইউনিয়নবাসীর সেবা করতে চাই।
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধরে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক, সন্ত্রাসমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে চামারীকে গড়ে তুলতে চাই।